নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডাব শেষ হয়েছে এক সপ্তাহ হয়েছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন পিরোজপুরের বেশিরভাগ এলাকা। অনেক জায়গায় সংযোগ দিতে অবৈধভাবে টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন গ্রাহকরা। তবে ঝুঁকিপূর্ণ লাইন মেরামত করে দ্রুত সংযোগ দিতে কাজ চলছে বলে দাবি সংশ্লিষ্ট বিভাগের।
বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ করছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। জেলা সদর ও উপজেলাগুলো কিছু জায়গায় বিদ্যুৎ আসলেও এর আশেপাশের অধিকাংশ জায়গায় এখনো বিদ্যুৎ সংযোগ দিতে না পারায় চরম ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। এদিকে বিদ্যুতের অভাবে অকেজ হচ্ছে এসব এলাকার বিদ্যুৎ চালিত ফ্রিজ,টিভি সহ ইলেকট্রিক যন্ত্রপাতি। সেই সাথে ফ্রিজ বন্ধ থাকায় নষ্ট হয়ে গেছে এসব এলাকার ফ্রিজে মজুদ করা খাবার। বিদ্যুৎ না থাকায় হারিকেন ও মোমের বাতির আলোতে রাত কাটাতে হচ্ছে তাদের।
তাছাড়া ঐসব স্থানে বিদ্যুৎ সংয়োগ না থাকায় বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড । যদিও জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী টহল বাড়ানো হয়েছে ।
অনেক স্থানে আবার বিদ্যুৎ সংযোগ চালু করতে টাকা নেয়ার অভিযোগও উঠেছে। এলাকাবাসীরা বলছে , যারা টাকা দিছে তাদের ঘরে বিদ্যুৎ এসেছে যারা টাকা দেয়নি তাদের ঘরে বিদ্যুৎ আসেনি।তবে এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি ওয়েস্ট জোন কোম্পানি লিমেটেডের নির্বাহী প্রকৌশলী।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মফিজুর রহমান জানালেন, এরই মধ্যে শহরাঞ্চলের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। পাশাপাশি দুর্গম এলাকাতেও ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে ।
ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে পিরোজপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ১১টি উপজেলার ৯ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেঙে পড়েছে ৫শটিরও বেশি বৈদ্যুতিক খুঁটি। অন্যদিকে পিরোজপুরে ওজোপাডিকো এর প্রায় ২শোটির মত খুঁটি ভেঙে পড়েছে।