হজরত আলী হিরু. স্বরূপকাঠি : ছারছীনা শরীফের বার্ষিক মাহফিলে শনিবার বিকেলে বরিশালের উপ মহা পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মুলসহ সব ধরনের অন্যায় দমনে জিরো ট্রলারেন্স নীতি অনুসরন করা হবে। তিনি আজ শনিবার ছারছীনা দরবার শরীফের বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান আতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন পুলিশ জনগনের বন্ধু। জনগনের নিরাপত্তা রক্ষায় সর্বদা নিয়োজিত। শান্তি শৃঙ্খলার মধ্যে ধর্মীয় অনুষ্ঠানাদি চলবে। কোন প্রকার অশান্তি বরদাস্ত করা হবে না। এসময় পীরসাহেব শাহ মুহাম্মদ মোহেবুল্লাহ, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, ওসি মো. কামরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।