পিরোজপুর পোষ্ট ডেক্স : সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে জড়িয়ে সাংঘাতিক ভুল করেছে পাকিস্তান। সোমবার এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন । এসময় তিনি আরো বলেন, নাইন ইলেভেন (৯/১১) হামলার পর থেকে সন্ত্রাসবাদবিরোধীদের যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে ।
নিউইয়র্কভিত্তিক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন কথা বলেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের সিদ্ধান্তটি ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি বলেন‘সরকারের উচিত ছিল না এমন কোনো প্রতিশ্রুতি দেয়া যা তারা বাস্তবায়ন করতে পারবে না।’ বার্তা সংস্থা পিটিআই ইমরানের এমন মন্তব্যের খবর মঙ্গলবারের এক প্রতিবেদনে জানিয়েছে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা করে সন্ত্রাসীগোষ্ঠী আল কায়েদা। তারপর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের ওপর সমর্থন ছিল পাকিস্তান। কিন্তু আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেই সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াশিংটনকে সমর্থন দিয়ে তাদের সঙ্গে যোগ দেয় পাকিস্তান। পাকিস্তানের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে নয় নিরপেক্ষ অবস্থান নেয়া উচিত ছিল বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী ইমরান |
এসময় ইমরান খান বলেন, সোভিয়েত ইউনিয়নের দখলে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সাহায্য করে । সোভিয়েতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আইএসআই প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের সারা পৃথিবী থেকেই আমন্ত্রণ জানানো হয়েছিল । সোভিয়েতের বিরুদ্ধে জিহাদের জন্য আমরা তিনটি জঙ্গি গোষ্ঠী তৈরি করি। তারপর ১৯৮৯ তে সোভিয়েত আফগানিস্তান ছেড়ে চলে গেল। মার্কিনরাও আফগানিস্তান ছেড়ে চলে গেল। শুধু আমরা রয়ে গেলাম জঙ্গি গোষ্ঠীদের নিয়ে।’‘তারপর এলো ৯/১১ পাকিস্তান আবারও যুক্তরাষ্ট্রকে সমর্থন করে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নিল। তখন সেসব গোষ্ঠীদের জঙ্গি হিসেবে ধরে নিয়ে এগোতে হল। তাদের শেখানো হয়েছিল বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করার নাম জিহাদ। কিন্তু যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যখন আসলো তখন সেটা হয়ে গেল সন্ত্রাসবাদ।’
তথ্যসূত্র : বার্তা সংস্থা পিটিআই