5 April- 2020 ।। ২২শে চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ


সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

পিরোজপুর পোষ্ট : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি। এসময় মন্ত্রী আরো জানান, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের হোস্টেল বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ছুটি বা রোজার ছুটি রয়েছে। প্রয়োজনে সেই ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। ছুটির সময়ে সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ থাকবে।

অভিভাবকদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাবো, শিক্ষার্থীদের বাড়িতে থাকা অবশ্যই  নিশ্চিত করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তার মানে এই নয় যে, সবাই তারা ঘুরে বেড়াবে, তা নয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে করোনা থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য। তাই অভিভাবকরা যেন নিশ্চিত করেন, শিক্ষার্থীরা যার যার বাড়িতে থাকবেন। শিক্ষার্থীসহ পরিবারের সবাই প্রতিরোধমূলক ব্যবস্থা যা রয়েছে তা নেবেন। শিক্ষার্থীরা বাড়িতে থাকবে, সে ব্যাপারটি নিশ্চিত করতে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কাজেই এটি সবারই খেয়াল রাখতে হবে।
আরো সংবাদ
অফিস :  মুক্তিযোদ্ধা মার্কেট (২য় তলা), ক্লাব রোড , পিরোজপুর (৮৫০০) ।

যোগাযোগ  : ০৯৬৩৮০৪৭৫৭৩

ইমেইল : pirojpurpost24@gmail.com

টপ
ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এর ত্রান বিতরণ স্বরূপকাঠিতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর ত্রানসামগ্রী পেল ১১ শত পরিবার মঠবাড়িয়ায় বিএনপির উদ্যোগে নগদ অর্থ বিতরণ অসুস্থতা থাকার কারনে বাড়িতে ঢুকতে দেয়নি স্বজনরা শিল্পপতি এম রহমান রানা ইন্দুরকানীতে অসহায়দের জন্য ৯ লক্ষ টাকার আর্থিক অনুদান দিবেন রাত জেগে পথের কুকুরদের খাবার দিলেন জেলা প্রশাসক জনসমাগমের অভিযোগে ৫ ব্যবসায়ীকে জরিমানা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের ত্রান বিতরণ কাউখালীতে নিম্ন আয়ের মানুষের বেহাল অবস্থা খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন কাউখালীর ইউএনও