নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর পোষ্টে সংবাদ প্রকাশের পর পরিচয় মিলেছে মৃত ব্যক্তির । শুক্রবার পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়হীন লাশের সংবাদটি প্রচারের ফলে মৃত ব্যক্তির আত্মীয়-পরিজনরা সদর থানায় যোগযোগ করে । এসময় উপযুক্ত প্রমানের ভিত্তিতে সংম্লিষ্ট কর্তৃপক্ষ্যের মাধ্যমে লাশটি হস্তান্তর করা হয় মৃত ব্যক্তি আত্মীয় পরিজনদের কাছে । মৃত ব্যক্তির পরিজনরা লাশটিকে শানক্ত করেন বাবুল মজুমদার নামে । মৃত ব্যক্তি পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে পূর্ব ডুমুরিতলার বাসিন্দা ছিলেন । তার পিতার নাম ছিল মৃত : সুরেন্দ্র নাথ মজুমদার ।
এর আগে , ৯ ডিসেম্বর দিবগতরাতে এ ব্যক্তি মৃত্যু ও পরিচয় জানাতে চেয়ে একটি সংবাদ প্রকাশ করা হয় । উল্লেখ্য গত বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তি অসুস্থ হলে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে ডুমরিতলা আশ্রমের পরিচালনা কমিটির কর্মকর্তারা । রাত ১২ টার দিকে ওই ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ২ দিন ধরে পরিচয় না মেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশটি হিন্দু শাস্ত্রমতে শেষকৃত্যের সিদ্ধান্ত নেয়া হয় ।