স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি,দৈনিক পিরোজপুরের কথা’র উপদেষ্টা সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক শেখ জাকির আহমেদের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আছর নামাজ বাদ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন পিরোজপুর পুরাতন মসজিদের পেশ ইমাম। উক্ত দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নসিম আলী, শফিউল হক মিঠু, প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এস,এম পারভেজ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস,এম তানভীরন আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শিরিনা আফরোজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।