শুভ জন্মদিন প্রিয়ো জননী
এই বাংলার আকাশ বাতাস
১৭ কোটি অবুজ সন্তান
আজও যার কাছে হৃনি।
অলক্ষে অন্তরালে থেকে দীর্ঘ কারাবাসে
থাকা পিতাকে যে দিয়ে গেছে শক্তি
শক্রুর পাতা ফাঁদ অথবা চোখ রাঙানির
কাছে এক জীবনে যে নত হয়নি এক রক্তি।
যার চোখে, নিশ্বাসে বিশ্বাসে ছিলো
বাংলাদেশ ও বাঙালীর মুক্তি
সেই তো আমাদের মা
পিতার প্রিয়ো রেনু শেখ ফজিলাতুননেসা।
নারী বন্ধু, নারী জায়া, নারী জননী
কখোনো বা দেবী রুপে
বাঙলা ও বাঙালীর জন্য মাগো
নিজেরে দিয়েছিলে সপে।
বাহান্ন, ছেষট্রি, উনসত্তরে স্বামীকে করেছো দান
একাত্তরে প্রিয়ো সন্তান কে দিয়েছো
মুক্তি যুদ্ধের ফরমান।
তোমার চোঁখের রক্ত জলে
আমার স্বাধীনতা কেনা।
মাগো তোমার কাছেই রয়েছে
আমার সাত জন্মের দেনা।
৭৫ এর ঘৃন্য ঘাতক কেউ কেউ বেঁচে আছে
ছোট্র একটা প্রশ্ন আমার রয়েছে তাদের কাছে।
কেমন করে ছুড়লে গুলি তিনি তো ছিলেন মা
স্বদেশ মুক্তির মাকেই মারলি! হাতটাও কাঁপলোনা?
বঙ্গ জননী তবুও বলি এধরা স্বার্থক আজ
বঙ্গকন্যা রয়েছেন হয়ে বাংলাদেশের তাজ।
ইতিহাসের সকল পৃষ্ঠায় চিরঞ্জিব আছো মা
সত্যি কারের বাঙালী তোমায়
কোনদিন ভুলবেনা।
শপথ নিলাম মাগো তোমার শুভ জন্মদিনে
বাঁধা পরে রবো আঁচলে
তোমার এই এক জীবনে।
তোমার ত্যাগে পাওয়া আমার
স্বাধীন বাঙলার বুকে
ষড়যন্ত্রকারীরা যতোই হোক
পরাক্রমশালী জীবন দিয়ে যাব রুখে।
কবিতাটি সাংবাদিক, লেখক ও নারীনেত্রী : শিরিনা আফরোজের ফেসবুক থেকে সংগৃহীত ।