পিরোজপুর পোষ্ট ডেষ্ক : ‘অভিযানের ফলে সরকারের সৎ সাহসের পরিচয় পাওয়া যাচ্ছে। বরং ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে। তাই এ ক্ষেত্রে ভাবমূর্তি অনুজ্জ্বল হবে না।’ বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
এসময় তিনি আরো বলেন, চলমান শুদ্ধি অভিযানে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সরকার দলীয় একাধিক সংসদ সদস্যের নামও উঠে এসেছে। ইতিমধ্যে এনবিআর ও দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে। কোনো এমপির বিরুদ্ধে দুদক বা এনবিআরের অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা বলেন।
এসময় সাংবাদিকরা জানতে চান যাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে বা জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেবে কি না। এ বিষয়ে কাদের বলেন, ‘দেখুন আমাদের দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার পর্যায় যখন আসবে, অভিযোগ এসেছে, অভিযোগটা যখন চার্জশিটে চলে যাবে, অভিযোগটা প্রমাণ হবে, যখন তার দ- হবে, তখন তাকে আমরা দল থেকে বহিষ্কার করবো। কিন্তু অভিযোগ প্রমাণ হওয়ার আগে আপনি কীভাবে শাস্তি দেবেন? যে অভিযোগ এসেছে, সেটাতো পুরোপুরি সত্য নাও হতে পারে।’