প্রতিটি ধর্মই সত্য, সুন্দর, মুক্তি, মানবতা ও শ্বাশত শান্তির বার্তা প্রচার করে। শান্তি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে সব ধর্মের অনুসারীরা উৎসবে-উল্লাসে, আনন্দে-আয়োজনে, পুঁজায়-পার্বণে,ধার্মিক, বার্ণিক, গৌত্রিক, শ্রেণীক বিভাজনের বৃত্তের বাইরে থেকে সম্মিলিত হয় সামষ্টিক স্বপ্ন পূরণে।
সার্বজনীন শারদীয় দূর্গোৎসব বাঙ্গালির অন্যতম আনন্দ উৎসব। ঐতিহ্যের অববাহিকায় প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে পারস্পরিক সহযোগিতায় উৎসবের পূর্ণ আমেজে দূর্গাপুজা উদযাপন করে আমরা ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করবে।
আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা । সুন্দর হোক আপনাদের সবার জীবন । সকল শুভ কাজে আপনাদের পাশে আছে পিরোজপুর জেলা পুলিশ ।
হায়াতুল ইসলাম খান
পুলিশ সুপার – পিরোজপুর ।