পিরোজপুর শহরের ভবঘুরে মানষিক বিকারাগ্রস্থ শাবনুরের (ছদ্মনাম) নবজাতক কন্যা শিশুটির ঠাই হলো বরিশালের আগৈলঝড়া ছোটমনি নিবাসে।আদালতের মাধ্যমে বুধবার জেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সোনামনি নিবাসে প্রেরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের প্রভেশনাল অফিসার জাকির হোসেন হাওলাদার জানিয়েছেন, সর্ব্বোত্তম সুরক্ষা বিবেচনায় নিয়ে বিজ্ঞ আদালত ছোটমনি নিবাস আগৈলঝড়া, বরিশাল প্রেরনের নির্দেশনা প্রদান করেন। আজ পিরোজপুর সদর হাসপাতাল থেকে শিশুটিকে ছোটমনি নিবাসে স্থানান্তর করা হলো। তিনি সকলের কাছে শিশুটির জন্য দোয়া চেয়েছেন। সে যেন সুস্থ হয়ে বড় হতে পারে।
প্রসঙ্গত: শাবনুর কিছুদিন পূর্বে সন্তান প্রসবের জন্য রাস্তায় অসুস্থ হয়ে পড়লে লোকজন পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করলে একটি কন্যা সন্তান প্রসব করে। শাবনুর এর আগেও আরো একটি কন্যা সন্তানের মা হয়েছিলো।