1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
শান্তিপূর্ণভাবে মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন

শান্তিপূর্ণভাবে মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৬৪৪ জন সংবাদটি দেখেছেন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৮১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়। তবে আবহাওয়া খারাপ থাকায় ভোটার উপস্থিতি ছিলো কম। মোট ১ লাখ ৮৯ হাজার ৭৮৫ ভোটের মধ্যে ৭১ হাজার ২৩৭ জন ভোটার (৩৭.৫২%) তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ বে-সরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।

এতে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ (আনারস প্রতীকে) ৪৭ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী হোসাইন মোশারফ সাকু পেয়েছেন ২১ হাজার ৩৯৮ ভোট। এছাড়া ওই প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত (টিয়াপাখি প্রতীক) ৪৩ হাজার ৯০৯ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. নাসরিন জাহান (কলস প্রতীক) ৪২ হাজার ৪৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক) নূরুজ্জামান লিটন ৫৬৫ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ (চশমা প্রতীক) ২২ হাজার ৮৯৭ ভোট ও রাহাত আহমেদ রেজা (তালা প্রতীক) ১ হাজার ৯২ ভোট ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাকসুদা আক্তার বেবী (ফুটবল প্রতীক) ২২ হাজার ৩৮ ভোট ও রমা রানী মজুমদার শোভা (হাতুরী প্রতীক) ৩ হাজার ১১৯ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দাঙ্গায় নির্বাচনী শান্তি শৃঙ্খলা বিঘিœত হওয়ার কারণে ২৮ মার্চ নির্বাচন সাময়িক স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x