পিরোজপুর পোষ্ট : লবণ সংকটের গুজব রটনাকারীদের ওপর নজরদারি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করেছে। পুলিশের সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুজব সৃষ্টি করে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে লবণের অতিরিক্ত দাম নিতে পারেন। শুধু রাজধানীতেই নয়, সারা দেশের পুলিশকে ইতোমধ্যেই আগাম বার্তা দেয়া হয়েছে। কোথাও লবণের অতিরিক্ত দাম নেয়া হচ্ছে কি না কিংবা কেউ গুদামজাত করছে কি না তা নজরদারি করতে।
পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে, এমন একটি গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশে ৬ লাখ টন লবণ মজুত রয়েছে, যা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি। তাই, লবণের মূল্য বৃদ্ধির কোনো আশঙ্কা নেই।