স্বরূপকাঠি প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদলের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (৭০) ষ্টোক করে দীর্ঘদিন রোগ ভোগের পর শুক্রবার রাতে নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে . . . .রাজেউন)। গতকাল শনিবার সকালে নিজবাড়ী এলাকায় জানাজা শেষে পুর্ন রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। এসময় রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক উপজেলা কমান্ডার মো. জাহীদ হোসেন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসময় ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারা ও মরহুমের পরিবার, আত্মীয় স্বজন ও এলাকবাসী উপস্থিত ছিলেন।