পিরোজপুর পোষ্ট: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যুদ্ধে জড়াবে না পাকিস্তান । তার দেশ গত ৪০ বছর পররাষ্ট্রনীতি থেকে শিক্ষা পেয়েছে ।
দক্ষিণ এশিয়ার শান্তি ও উন্নয়ন বিষয়ক এক সেমিনারের সমাপনী অধিবেশনে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন প্রসঙ্গে ইমরান বলেন, ‘একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে ভারত ও পাকিস্তান একসঙ্গে দারিদ্র,জলবায়ু চ্যালেঞ্জ ও ক্ষুধার বিরুদ্ধে লড়তে পারব।’ পাকিস্তান কখনোই অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না।