পিরোজপুর পোষ্ট ডেক্স : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য যারা প্ররোচনা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের এখানে থাকার জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছেন। প্রত্যাবাসন নিয়ে লিফলেট বিতরণ করছেন। ইংরেজিতে প্ল্যাকার্ড লিখে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরাতে আমরা আশাবাদী। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্রেখ্য , দ্বিতীয়বারের মতো ভেস্তে গেলো রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া। সাক্ষাৎকার নেয়া ২৯৫ পরিবারের কেউই নিজ দেশে যেতে রাজি না হওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। তবে বাংলাদেশের পক্ষ থেকে তাদের ফেরত পাঠানোর জন্য সব ধরণের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।