হযরত আলী হিরু, স্বরূপকাঠিঃ
পিরোজপুরের স্বরূপকাঠি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, স্বরূপকাঠি পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবিরের ছোট চাচা, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…….রাজেউন)। কিডনিজনিত সমস্যা নিয়ে শেরেবাংলা নগর ন্যাশনাল ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টা ৩০ মিনিটের সময় তিনি মত্যুবরণ করেন। মত্যুকালে তিনি স্ত্রী ও ৪ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মত্যুতে মৎস্য ও প্রানিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মৎস্য ও প্রানিসম্পদমন্ত্রী ছাড়াও আরও শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ছারছীনার বড় হুজুর শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন সহ বিশিষ্টজনেরা। বিকাল ৫ টায় পূর্নরাষ্ট্রিয় মর্যাদা ও জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র গোলাম কবির।