নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের অনশন ভাঙালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধর।
মঙ্গলবার (২ আগষ্ট) ভান্ডারিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে যাচাই-বাছাইয়ের দাবিতে অনশন ধর্মঘটে অংশ নেয় গেজেটভুক্ত ৩৭ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা নুরুল হক, মুক্তিযোদ্ধা মো সেলিম সিকদার, মুক্তিযোদ্ধার স্ত্রী ডালিয়া বেগম ও মুক্তিযোদ্ধার সন্তান শামীম হাওলাদার প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিকে আর্থিক সুবিধা না দেয়ায় অন্যায় ভাবে ভান্ডারিয়া উপজেলার গেজেটেভুক্ত ৪০ জন মুক্তিযোদ্ধা কে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। যার মধ্যে ৩ জনকে পূনরায় তালিকাভুক্ত করা হয়। তালিকা থেকে বাদ দেওয়া গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের ভাতাসহ সকল সুযোগ সুবিধা বন্ধ রয়েছে যা পুনরায় চালু করতে হবে এবং পূর্বের কমিটি বাতিল করে সৎ ও নিরপেক্ষ নতুন কমিটি গঠন করে যাচাই-বাছাই করতে হবে।
এ অনশনের খবর পেয়ে দুপুরে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের দাবি শুনেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে পানি ও জুস দিয়ে অনশন ভাঙান।