পিরোজপুর পোষ্ট ডেষ্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে আজ বুধবার এফডিসিতে আয়োজন করা হয়েছিল মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের পরিচিত সভা। যেখানে উপস্থিত ছিলেন প্যানেলের সকল সদস্য। আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। বিভিন্ন কারনে এবার মিশা- জায়েদ প্যানেলের বিপক্ষে সভাপতি পদে মিশা সওদাগরের বিপক্ষে লড়ছেন চিত্রনায়িকা মৌসুমী । যদিও শিল্পী সমিতির নির্বাচনের আগে প্যানেল দুটি থাকার কথা থাকলেও বিভিন্ন কারনে মৌসুমী প্যানেলে আর কেউ নেই । তাই মৌসুমী একাই এবার স্বতন্ত্র নির্বাচন করছেন । মিশা- জায়েদ প্যানেলে আপতত একটু সস্তিতেই আছে । তবে চিন্তার ভাজ সভাপতির পদ নিয়ে মিশার বিপক্ষে মৌসুমী যখন নির্বাচনের মাঠে । তাই বুধবার মৌসুমীর বিরুদ্ধে জেতার জন্য একাট্টা হয় এফডিসিতে মিশা-জায়েদের প্যানেলের সবাই । মিশা সওদাগর সভাপতি পদে নির্বাচিত না হলে একযোগে পদত্যাগ করবে মিশা-জায়েদ প্যানেলের বাকি সদস্যরা। প্যানেল পরিচিত সভায় এমন হুঁশিয়ারি দেন তারা। শিল্পীদের এই নির্বাচনে ২১ জন সদস্য বিশিষ্ট পূর্ণ প্যানেল নিয়ে লড়বে মিশা-জায়েদ প্যানেল। অন্যদিকে স্বতন্ত্রভাবে সভাপতি পদে লড়বেন চিত্রনায়িকা মৌসুমী আর সাধারণ সম্পাদক পদে লড়বেন ইলিয়াস কোবরা। আগামীকাল অনুষ্ঠিত হবে স্বতন্ত্রপ্রার্থীদের পরিচিতি সভা।