পিরোজপুর পোষ্ট ডেস্ক : বলিউডের অন্যতম প্রতিভাবান নায়িকা কাজল। এই অভিনেত্রীকে সকলে অমায়িক মানুষ হিসেবেই চেনে। তবে সম্প্রতি অন্যরকম আচরণ শুরু করেছেন তিনি। ভারতীয় মিডিয়ার দাবি, সাংবাদিকদের কোনোরকম ছবি তুলতে দিচ্ছেন না তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক বন্ধুর বাসায় বেড়াতে যান বলিউডের ‘মিষ্টিকন্যা’ খ্যাত কাজল। সেখানে আলোকচিত্রীরা ভিড় করলেও ছবি তুলতে অস্বীকৃতি জানান তিনি।
দ্য এশিয়ান এজকে একটি সূত্র জানায়, গাড়ি থেকে নামার পর পাপারাজ্জিরা তাঁকে (কাজল) ছবি তোলার জন্য দাঁড়াতে বললেও তিনি থামেননি। এমনকি তিনি আলোকচিত্রীদের দিকে ঘুরেও তাকাননি, না দেখেই চলে যান।
এমনকি এ নিয়ে সাংবাদিকদের কোনো বক্তব্যও দেননি কাজল। কি কারণে তিনি মিডিয়া এড়াচ্ছেন সেটা এখন রহস্যে পরিণত হয়েছে।