1. pirojpurpost24@gmail.com : admin :
  2. munnait2020@gmail.com : Admin : Admin
  3. kumarshuvoroy@gmail.com : pirojpurpost :
  4. amitbiswas8900@gmail.com : Amit Biswas : Amit Biswas
  5. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মানুষ খুঁজি - শিরিনা আফরোজ | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬ অপরাহ্ন

মানুষ খুঁজি – শিরিনা আফরোজ

  • শেষ হালনাগাদ : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪১৫ জন সংবাদটি দেখেছেন

মানুষ খুঁজি কতো,
ছুটছি মানুষের খোঁজে, ছুটছি অবিরতো
বদলে গেছে জগৎ সংসার
সোনার মানুষ খুঁজবো কই আর?
মনুষ গুলোর কায়া শুধু
দেখতে মানুষের মতো।

ভাগাভাগি আর জমা জমিতে নয়,
মাঠ ঘাট, বন্দর হাট
জাত কুল,দল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
মা, বাবা, মসজিদ মন্দির ধর্ম্
সবেতেই হয়।
স্বার্থ সেখানে আগে
নীতি নৈতিকতা, ন্যায় অন্যায়, সত্য সততা
কোথায় কোন কাজে আর লাগে?

ধর্মের নামে অধর্মের বসোতি
টাকাই যেন আজ সব
আর সব তুচছ মানব সংসারে
মুখ্য হলো বিও বৈভব।

সদা সত্য কথা বলিবে
আলস্য দোষের আকার
সৎ সঙ্গে স্বর্গবাস
অসৎ সঙ্গে সর্বনাশ
আদর্শ লিপির এসব বাক্য
এখন কি আর চলে?
সব কিছু আজ পাল্টে গেছে
এটাকে আধুনিক যুগ বলে।

জোর যার মুল্লুক তার
এটা যদি মানতে পারো
ধনে জনে মানে খুব দ্রুত ই
সমাজপতি হতে পারো।
যদি এর উল্টো ঘটে
তুৃমি আর বেড়িওনা কোন তল্লাটে
কপালে দুঃখ আছে
জবাব দিহি করবে সবাই
শুধু তোমার ই কাছে।

মানুষেরা এখন গর্তে থাকে
বের হয়না সবখানে।
তারা যেন আজ জেনে বুঝে গেছে
মানুষ থাকার মানে।
চার পাশে দেখি হাজারে হাজার
অবিকল মানুষের মতো।
মনের মতো পাইলামনা যে আর
খুঁজলাম কতো শতো।।

কবিতাটি সাংবাদিক, লেখক ও নারীনেত্রী : শিরিনা আফরোজের ফেসবুক থেকে সংগৃহীত ।
আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২১। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x