21 January- 2021 ।। ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ


মানুষ খুঁজি – শিরিনা আফরোজ

মানুষ খুঁজি কতো,
ছুটছি মানুষের খোঁজে, ছুটছি অবিরতো
বদলে গেছে জগৎ সংসার
সোনার মানুষ খুঁজবো কই আর?
মনুষ গুলোর কায়া শুধু
দেখতে মানুষের মতো।

ভাগাভাগি আর জমা জমিতে নয়,
মাঠ ঘাট, বন্দর হাট
জাত কুল,দল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
মা, বাবা, মসজিদ মন্দির ধর্ম্
সবেতেই হয়।
স্বার্থ সেখানে আগে
নীতি নৈতিকতা, ন্যায় অন্যায়, সত্য সততা
কোথায় কোন কাজে আর লাগে?

ধর্মের নামে অধর্মের বসোতি
টাকাই যেন আজ সব
আর সব তুচছ মানব সংসারে
মুখ্য হলো বিও বৈভব।

সদা সত্য কথা বলিবে
আলস্য দোষের আকার
সৎ সঙ্গে স্বর্গবাস
অসৎ সঙ্গে সর্বনাশ
আদর্শ লিপির এসব বাক্য
এখন কি আর চলে?
সব কিছু আজ পাল্টে গেছে
এটাকে আধুনিক যুগ বলে।

জোর যার মুল্লুক তার
এটা যদি মানতে পারো
ধনে জনে মানে খুব দ্রুত ই
সমাজপতি হতে পারো।
যদি এর উল্টো ঘটে
তুৃমি আর বেড়িওনা কোন তল্লাটে
কপালে দুঃখ আছে
জবাব দিহি করবে সবাই
শুধু তোমার ই কাছে।

মানুষেরা এখন গর্তে থাকে
বের হয়না সবখানে।
তারা যেন আজ জেনে বুঝে গেছে
মানুষ থাকার মানে।
চার পাশে দেখি হাজারে হাজার
অবিকল মানুষের মতো।
মনের মতো পাইলামনা যে আর
খুঁজলাম কতো শতো।।

কবিতাটি সাংবাদিক, লেখক ও নারীনেত্রী : শিরিনা আফরোজের ফেসবুক থেকে সংগৃহীত ।
আরো সংবাদ
   

সম্পাদক ও প্রকাশক : কে.এস.রায়

  • অস্থায়ী অফিস : লইয়ার্স  প্লাজা , পিরোজপুর ।
  • যোগাযোগ : ০৯৬৩৮০৪৭৫৭৩
  • ইমেইল : pirojpurpost24@gmail.com
টপ
সম্মেলনে কেঁদে ফেললেন ৩০ বছরের কাউন্সিলর পিরোজপুরে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৬ দফা দাবিতে পিরোজপুরে মৎস্যজীবীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান অবৈধ পার্কিং – বাড়ছে যানজট কর্তৃপক্ষ দৃষ্টি দিন ইংরেজী নতুন বছরে রূপালী ব্যাংকের শুভেচ্ছা উপহার ভান্ডারিয়ায় ট্রলি উল্টে চালক নিহত পিরোজপুরে শিশুকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন নাজিরপুরে দুই যুবলীগ নেতার হাত – পা ভেঙে দিল দুর্বৃত্তরা বরগুনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদকের বাড়িতে ককটেল বিস্ফোরন মঠবাড়িয়ায় বেদে পল্লীতে ইউএনও’র কম্বল বিতরণ