নিজস্ব প্রতিনিধি : দিনে গ্রাহকদের ব্যাকিং সেবা দেয়া আর রাতে সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া । করোন সংকটকালীন সময়ে এভাবেই রাত-দিন পার করছেন মানবিক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান সুমন ।দিনে ব্যাংকে লেনদেনের জন্য যাওয়া গ্রাহকে দের ব্যাংকিং সেবার পাশাপাশি দিচ্ছেন সুরক্ষাপন্য আর রাতে সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি পৌছে দিচ্ছেন খাদ্যপণ্য । এসব অসহায় মানুষদের খাদ্য সহায়তার জন্য তার নিজ বেতনের অধিকাংশ টাকা খরচ করছেন রুপালী ব্যাংক লিমিটেডের হুলারহাট শাখার ব্যবস্থাপক মো: মিজানুর রহমান সুমন । পিরোজপুরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য তার এই ব্যক্তি উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে তার সাথে যুক্ত হয়েছেন এই মহতি কাজের সাথে । তৈরী করেছেন ফেসবুকে “ক্ষুধার্ত পিরোজপুরবাসীর পাশে আমরা” শিরোনামে একটি গ্রুপ । তার আহ্বানে সারা দিয়ে সহকর্মী,পরিচিতজন, ছোটবেলার বন্ধুসহ অনেকেই এগিয়ে আসেন।
এ বিষয় মানবিক ব্যাংক কর্মকর্তা ও “ক্ষুধার্ত মানুষের পাশে আমরা” গ্রুপের এ্যাডমিন মো: মিজানুর রহমান সুমন বলেন, “দানের নির্দিষ্ট কোন অংক হয়না।সকল অংকের দানই গুরুত্বপূর্ন। কারন ছোট ছোট দান যখন একত্রিত হয় তখন অভাবী মানুষগুলোর অনেক বড় প্রয়োজন মেটানো সম্ভব হয়।” । সবাইকে সাথে নিয়েই ক্ষুধার্ত মানুষের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেন তিনি। খুব শ্রীঘ্রই রমজান উপলক্ষে কমপক্ষে ৫০ টি অসহায় পরিবারকে খাবার সামগ্রী দেয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেছেন, যে কেউ চাইলে তার এই কার্যক্রমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন,করতে পারেন ২০ টি টাকার একটি দান।
দান সংগ্রহে বিকাশ নম্বর হিসাবে তিনি ব্যবহার করছেন তার ব্যক্তিগত নম্বর : ০১৭২১৫৩৮৩৪৩।