শুভ রায় : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বদ্ধ পরিকর পিরোজপুর জেলা পুলিশ । এরই ধারাবাহিকতায় মাদকমুক্ত করতে জেলা জুড়ে হার্ডলাইনে পিরোজপুর জেলা পুলিশ। পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে আগষ্ট মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৭ উপজেলার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা মাদক সহ ৫২ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে । এ মাসে মামলা হয়েছে ৪৩ টি । ইয়াবা উদ্ধার হয়েছে ২১৫১ ও ৮০৭ গ্রাম গাজা উদ্ধার করা হয় ।
মাদক ব্যবসায়ীদের সুন্দর জীবনে ফিরিয়ে আনতে এ নিয়ে কাজ করছে জেলা পুলিশ । এর ধারবাহিকতায় ৪ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে এবং তাদের সুন্দর জীবন গঠনের জন্য ও জীবিকার নির্বাহের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় । তাছাড়া এ মাসে ২ জন মাদক সেবীকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। মামলার ক্ষেত্রেও আসে অগ্রগতি এ মাসে বিভিন্ন মেয়াদে মাদক মামলায় ৬ জনের সাজা হয় এ মাসে ।
এ নিয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ( প্রশাসন ) পিরোজপুর পোষ্টকে জানান, এসপি স্যারের নির্দেশে পিরোজপুর জেলা পুলিশ সুসংঠিত । পিরোজপুরকে মাদকমুক্ত করতে আমরা চেষ্টা চালাচ্ছি ।