31 May- 2020 ।। ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ


মাছ ও মাংস নিয়ে করোনা গুজবে বিভ্রান্ত হবেন না – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর পোষ্ট : মাছ ও মাংসের মাধ্যমে করোনা ছড়ানোর গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।বুধবার (১ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবনে করোনার প্রাদুর্ভাবকালীন পোল্ট্রি ও দুগ্ধশিল্প এবং মৎস্য খাতের সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী এ আহ্বান জানান।তিনি বলেন, মাছ ও মাংসের মাধ্যমে করোনা ছড়াচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবে বিভ্রান্ত হবেন না। বরং করোনা মোকাবিলায় নিয়মিত দুধ, ডিম, মাছ ও মাংস খান।করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন দুধ, ডিম, মাছ ও মাংস সংক্রান্ত সংকট মোকাবিলায় সরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে জানিয়ে শ ম রেজাউল করিম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতে করোনা সংকটকালীন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন। তাই প্রাণিজ পুষ্টির উৎস দুধ, ডিম, মাছ ও মাংসের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সংক্রান্ত সংকট মোকাবিলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সকল ব্যবস্থা গ্রহণ করছে।’ইতোমধ্যে সকল বিভাগীয়, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের খামারিদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। মোবাইলে এসএমএস পাঠিয়ে ‘মাছ, মাংস ও ডিম খাওয়া ঝুঁকিমুক্ত ও নিরাপদ’ মর্মে ভোক্তা পর্যায়ে প্রচারণা চালোনোর বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী।ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারীদের জন্য প্রণোদনার বিষয়টি বিবেচনায় আছে জানিয়ে রেজাউল করিম জানান, করোনা সংকটে ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিদের জন্য মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের মাধ্যমে প্রণোদনা দেয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।তাছাড়া ক্ষতিগ্রস্ত খামারিদের ব্যাংক ঋণের সুদ মওকুফ ও কিস্তি স্থগিতকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদানের বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান তিনি।
আরো সংবাদ
   

সম্পাদক ও প্রকাশক : কে.এস.রায়

  • অস্থায়ী অফিস : লইয়ার্স  প্লাজা , পিরোজপুর ।
  • ফোন : ০৯৬৩৮০৪৭৫৭৩
  • মুঠোফোন : ০১৫২১৩০০৬০০
  • ইমেইল : pirojpurpost24@gmail.com
টপ
আরও দুই নারী সহ জেলায় ৬৫ জন করোনায় আক্রান্ত মঠবাড়িয়ায় বিষপানে দুই মৃত্যু নাজিরপুরে ব্রীজের সরকারি মালামাল আত্মসাতের ঘটনায় চেয়ারম্যান বিরুদ্ধে মামলা নাজিরপুরে ডাকাতির গুজবে রাতভর মাইকিং ৪ যোগ্যতা লাগবে অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন পেতে ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় আম্ফানের জলোচ্ছাসে ইট ভাটা গুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি স্বরূপকাঠিতে ইউপি সদস্য করোনায় আক্রান্ত র‌্যাব-৮ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঁচতে গিয়ে মরে গেলেন তারা আজও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে