মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার (৩৪) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিক অবস্থায় তিনি মারা যান। এক সন্তানের জনক বাবুল হাওলাদার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, রিক্সা চালক বাবুল হাওলাদার গত রোববার জ¦রে অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছে বলে জানান। চিকিৎসায় কিছুটা সুস্থ্য হয়ে বাবুল গত বুধবার বাড়ি হাসপাতালের ছাড়পত্র নিয়ে চলে যান। ওই দিন রাতেই পুণরায় অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডেঙ্গু আক্রন্ত বাবুল হাওলাদারকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিক অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।