মঠবাড়িয়া উপজেলা শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীন একাদশ শ্রেণির বিজ্ঞান,ব্যবসা ও মানবিক বিভাগের সকল শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হয়।
কলেজ অধ্যক্ষ আজিম উল হকের সভাপতিত্বে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ উল হক, প্রভাষক তপন কুমার হালদার, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু প্রমুখ।