পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গুলিসাখালী ইউনিয়ন বাস স্ট্যান্ড বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ব্যবসায়ীদেও দাবী এতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে জালানী তেল ব্যবসায়ি জাহাঙ্গীর আলম মল্লিক (৪৬) আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আগুনে দগ্ধ জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসব বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মজিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে জ¦ালানী তেলের দোকান থেকে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এতে তেলের দোকান, ওয়ার্কশপ, চায়ের দোকান , মোটর গ্যারেজ, ও মুদি দোকানসহ ৯টি দোকান ভস্মভুত হয়।