মঠবাড়িয়া প্রতিনিধি :
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট তহবিল থেকে মঠবাড়িয়া উপজেলার ৭ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ৭টি মন্দিরে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস।
মন্দিরগুলো হলো- মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দির, দক্ষিণ বন্দর সার্বজনীন মন্দির, বেতমোর বাজার সার্বজনীন মন্দির, গুলিসাখালী বাজার সার্বজনীন মন্দির, তুষখালী বাজার সার্বজনীন মন্দির, গিলাবাদ যুগিবাড়ি সার্বজনীন মন্দির, টিকিকাটা দেবালয়বাড়ি সার্বজনীন মন্দির।
এসময় পিরোজপুর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপার ভাইজার মিঠু রঞ্জন মন্ডল, মঠবাড়িয়া উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল, সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।