নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার কারেন্টজাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের তন্নী স্টোর ও মেসার্স আলম ট্রেডার্স এর গোডাউন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিচতলা থেকে ওই জাল জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ^াস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকসহ মৎস্য বিভাগ কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এ সময় ঘটনাস্থলে জড়িত কাউকে আটক করা যায়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ^াস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জালগুলো জব্দ করা হয়। জব্দ করা জালগুলো পরে উপজেলা পরিষদ এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় সাংবাদিক, থানা পুলিশ ও সৎস্য বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।