মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাসহ ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় জড়িত সন্দেহে ১১ মামলার আসামীসহ দুর্ধর্ষ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাদুরতলী গ্রাম থেকে ডাকাতি, মাদক, চাদাবাজিসহ ১১ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত জিয়াউল হক জুয়েল মৃধা (৩৫) ও উপজেলার সাপলেজা এলাকা থেকে ও ২টি ডাকাতি মামলার আসামী জসিম হাওলাদার (২৬) কে গ্রেফতার করেছে। ডাকাত জিয়াউল হক জুয়েল উপজেলার উত্তর সোনাখালী গ্রামের ইউনুচ মৃধার ছেলে ও জসিম উপজেলার সাপলেজা গ্রামের মৃত: কালু হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, রোববার রাতে উপজেলার গুলিশাখালী গ্রামে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। দুর্ধর্ষ ডাকাত জিয়াউল হকের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ডাকাতি, মাদক, চাদাবাজিসহ ১০টি মামলা ও দুর্ধষ ডাকাত জসিমের বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।