মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিরীহ মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী ও ভুয়া নিলাম দেখিয়ে জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আমতলী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শ্রী সুশীল মজুমদার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম বেপারী, আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ শরীফ, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মিলন ফরাজী, আওয়ামীলীগ নেতা রনজিৎ দর্জী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, উপজেলার গোলবুনিয়া গ্রামের মহিউদ্দিন জলিল সওদাগর নামের এক ব্যক্তি আওয়ামীলীগের পরিচয়ে এলাকার লোকজনের নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে আসছেন। তার অত্যাচারে এলাকার নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। তিনি ভুয়া নিলাম দেখিয়ে কয়েক একর জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। ২০০১ সালে তার অত্যাচারে স্থানীয় ফরাজী বাড়ির লোকজনকে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। তার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল চেষ্টারও অভিযোগ করেছেন ভুক্তভোগিরা। বক্তারা তার অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।