নিজস্ব প্রতিনিধি : ‘‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার বিশ্ব হাত দোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ পৌরশহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সিফাত, সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, পৌরসভার সচিব হারুন-অর-রশিদ, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী জয়দেব কুমার দত্ত ও উপ-সহকারী প্রকৌশলী নিহির মল্ডল প্রমুখ।