পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত মোস্তফা হাওলাদার (৪৮) অবশেষে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোস্তফা হাওলাদার উপজেলার টিয়ারখালী গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত ৩০ জুন বিকেলে কৃষক মোস্তফা হাওলাদার মাঠ থেকে গরু নিয়ে বাড়ির সামনে রাস্তা পাড় হওয়ার সময়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাঁপা দেয়। এতে মোস্তফা হাওলাদার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন রাতেই চিকিৎসকদের পরামর্শে আহত মোস্তফাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টাকার অভাবে ঢাকায় চিকিৎসা চালাতে না পেরে গত শুক্রবার তাকে পুনরায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।