1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৪০ অপরাহ্ন

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

  • শেষ হালনাগাদ : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৫৯২ জন সংবাদটি দেখেছেন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে পিরোজপুর – মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি ফরাজী (২২) উপজেলার বান্ধাঘাটা গ্রামের সেলিম ফরাজীর ছেলে । নিহত জনি মঠবাড়িয়া সরকারী কলেজে একাদশ শ্রেনীর ছাত্র।

জানাগেছে, শনিবার রাত দশটার দিকে কলেজ ছাত্র জনি ফরাজী ইজিবাইকে করে মঠবাড়িয়া থেকে তার বাড়ি যাচ্ছিল। ইজিবাইক থেকে ওই কলেজ ছাত্র মাথা বাইরে বের করলে পিছন থেকে আসা দ্রুত গতির মাহিন্দ্র অটোগাড়ি তার মাথায় আঘাত দিলে মাথা থেতলে যায়। পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কলেজ ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহিন্দ্র অটোগাড়ির চালক সোলায়মান ও তার গাড়ি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x