মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামীণ অব-কাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পশ্চিম মিঠাখালীর কালিরহাট-মাছুয়া সড়কে ১০০০ মিটার কার্পেটিং পাকা সড়ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদ্য ডা. রুস্তম আলী ফরাজী এ সড়ক উদ্ভোধন করেন।
এসময় পিরোজপুর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজিম-উল-হক, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খান, যুবলীগ নেতা সোহেল লস্কর ও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।