নিজস্ব প্রতিবেদকঃ
মঠবাড়িয়া ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশনে শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র সেন, থানার ওসি মাসুমুজ্জামান মিলু, ম্যানেজিং কমিটির সদস্য লোকমান হোসেন খান, জাহিদ উদ্দিন পলাশ, অভিভাবক কে এম হুমায়ুন কবির, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।