মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে সামাজিক উদ্ধুদ্ধকরণের আওতায় শিক্ষক, অভিভাবক, রাজনীতিবিদ, প্রশাসনিক ও সামাজিক পরস্পর যোগাযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) গিয়াস উদ্দিন আহমেদ। মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট সালেহ মোন্তানজি, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস প্রমুখ।