বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌরশহরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে মোসার্স তানজিম ড্রাগ হাউজকে ৪ হাজার, সোনারগাঁও ফার্মেসীকে ৮ হাজার, সিফাত ফার্মেসীকে ৩ হাজার ও মৃধা হেলথ কেয়ারকে ৫ হাজার করে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুর জেলার সহকারী পরিচালক (অস্থায়ী দায়িত্ব) শাহ শোয়াইব মিয়া জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় তাদেরকে এ অর্থদন্ড দেয়া হয়।