1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ায় বেরিবাঁধে সৃজিত বৃক্ষ আত্মসাতের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানবন্ধন | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন

মঠবাড়িয়ায় বেরিবাঁধে সৃজিত বৃক্ষ আত্মসাতের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানবন্ধন

  • শেষ হালনাগাদ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯৭ জন সংবাদটি দেখেছেন

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বেড়িবাঁধের দুই পাড়ে সৃজিত ৪০০ বনজ গাছ কেটে সংঘবদ্ধ প্রভাবশালীরা আত্মসাৎ করার মিথ্যা অভিযোগের প্রতিবাদে সুফলভোগি গ্রামবাসি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার হোখালী সিএ-বি বাজার সড়কে ঘন্ট্যব্যাপী এ মানববন্ধনে সৃজিত বৃক্ষের সুফলভোগি ও গ্রামবাসি অংশ নেন।
শেষে স্থানীয় গুলিসাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হলতা গুলিসাখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজুল আলম ঝনো, মুক্তিযোদ্ধা মো. আমীর হোসেন, ইউপি সদস্য ফারুক ফরাজি, যুবলীগ নেতা ফারুক ফরাজি, ওয়াহিদুজ্জামন চুন্নু, সুফলভোগি বেলায়েত হাওলাদার ও হারুন জমাদ্দার প্রমূখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০০০ সালে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় মঠবাড়িয়ার হোতখালী বেড়িবাঁধের দুই পাড়ে ২৫ হাজার বৃক্ষ রোপন করে। এ বেরিবাঁধ সুরক্ষায় রেইট্রি, নিম, তুলা, বকুল, গামার ও গর্জণ গাছ গত ২০ বছর ধরে বেড়ে ওঠে। এলাকার ৫০ জন উকারভোগি এসব গাছ টানা ২০ বছর ধরে পরিচর্যা ও সুরক্ষা করে আসছিলেন। সম্প্রতি বেড়িবাঁধ সংলগ্ন একটি খাল খননের সময় ১৪০টি গাছ কর্তন করতে হয়। এসব গাছ উপজেলা বন বিভাগের নির্দেশে সুফলভোগিরা সংরক্ষণ করেন। কিন্তু স্থানীয় একটি চক্র ৪০০ গাছ কর্তন ও আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে সম্প্রতি একটি মানববন্ধন করে। প্রতিপক্ষরা গাছ আত্মসাতের মিথ্যা অভিযোগ জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অথচ কর্তনকৃত ১৪০ গাছ বন বিভাগের নির্দেশে সুফলভোগিদের জিম্মায় সংরক্ষিত রয়েছে।
সমাবেশে আরও অভিযোগ করা হয়, গাছ আত্মসাতের মিথ্যা অভিযোগ রটনাকারিররা ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে বেরিবাঁধে সৃজিত ১ লাখ ৩৫ হাজার টাকার গাছ কেটে আত্মসাত করেছে।
প্রসঙ্গত এর আগে বেরিবাঁধে সৃজিত ৪০০ গাছ কেটে আত্মসাতের অভিযোগ এনে গত মঙ্গলবার দুপুরে মঠবাড়ি-পাথরঘাটা সড়কের হোতখালী সিএ-বি বাজার সড়কে উপকারভোগি ও গ্রামবাসিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ওই অভিযোগ মিথ্যা দাবি করে আজ পাল্টা মানববন্ধন ও প্রবিাদ সমাবেশ করে অপর পক্ষ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x