1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন

মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত

  • শেষ হালনাগাদ : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৬৭৭ জন সংবাদটি দেখেছেন

বখাটে  দুলাল

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নুসরাত জাহান স্বর্ণা (১৭) নামে এক কলেজ ছাত্রীকে ছুরি মেরে আহত করেছে এক বখাটে। সোমবার বিকেলে পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে ছাত্রীটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তের নাম শহিদুল ইসলাম দুলাল (২৮)। অভিযুক্ত শহিদুল ইসলাম উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে। আহত কলেজ ছাত্রীর বাবা সৌদি প্রবাসী জাকির হোসেন মৃধা জানায়, আমার মেয়ে শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। সে প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে বাসায় যাওয়ার পথে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে বখাটে শহিদুল ইসলাম দুলাল। বখাটে শহিদুল বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে কলেজে ও প্রইভেটে আসা যাওয়ার পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে বখাটে শহিদুল ক্ষিপ্ত হয়ে এ হামলা করে পালিয়ে যায়। আহত কলেজ ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার জানায়, বখাটে শহিদুল ইসলাম দুলাল আমার নাতনীকে র্দীঘদিন যাবত উত্যক্ত করায় আমি গত ২ মে ২০১৮ তারিখ মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করি। মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক তার কলেজের ছাত্রীর উপর এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী বখাটেকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত শহিদুল ইসলাম দুলালের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, কলেজ ছাত্রীর উপর বখাটের হামলার খবর পেয়ে ওই বখাটেকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেই। তিনি আরও জানান, এ হামলার ঘটনা সরজমিনে তদন্তের জন্য আমি ঘটনাস্থল পরির্দশন করি।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x