মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাইম সোস্যাল অর্গানাইজেশন (পিএসও) এর উপদেষ্টা মন্ডলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও মঠবাড়িয়া উপজেলা শাখার পরিচিতি সভা শুক্রবার সন্ধ্যায় অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম সোস্যাল অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, সংগঠনের উপদেষ্টা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকশানা সম্পাদক ফজলুল হক মনি, উপদেষ্টা আরিফুল ইসলাম সোহাগ, আমরা মাদকের বিরোধী শক্তির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামসুদ্দোহা প্রিন্স, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলী রেজা রনজু, সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক শামীমা সুলতানা রোজী, সাংগঠনিক সম্পাদক পংকজ মিত্র, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক হারুন হাওলাদার প্রমুখ।