1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ায় প্রতারণা মামলায় যুবক গ্রেফতার | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন

মঠবাড়িয়ায় প্রতারণা মামলায় যুবক গ্রেফতার

  • শেষ হালনাগাদ : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৬৩৫ জন সংবাদটি দেখেছেন

জমি ক্রয়ের কথা বলে প্রবাসীর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় আফজাল হোসেন ফরাজী (৩৮) নামে এক যুবককে গ্রেফাতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ পাশ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা থেকে তাকে গ্রেফতার করে বুধবার আদালতে সোর্পদ করেছে।
মামলা সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌরসভার গয়ালীপাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী সোহেল মাহমুদকে ঢাকায় দুই কাঠা জমি ক্রয় করে দেয়ার কথা বলে বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের মৃত আদম আলীর পুত্র আফজাল হোসেন ফরাজী ২০১৭ সাল থেকে বিভিন্ন সময় ১৮ লাখ ৭০ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পর ওই প্রবাসীকে জমি ক্রয় করে না দিয়ে ছলচাতুরী করতে থাকে। এঘটনায় ওই প্রবাসীর স্ত্রী হেপী বেগম বাদী হয়ে আফজালসহ ৪জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
মামলার বাদী হেপী বেগম জানান, তার স্বামী সোহেল মাহমুদের সাথে আফজাল কিছুদিন সৌদিতে একই জায়াগায় ছিল। এসময় আফজাল তার স্বামীকে ঢাকা জমি ক্রয় করে দেয়ার কথা বলে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আফজালকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x