মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিএসসি) ও (পিইসি) পরীক্ষায় প্রথম দিনে ৩০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত।
শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, রোববার প্রথম দিনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০৩ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০০ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এ বছর মঠবাড়িয়া থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৩৬২ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৫৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা ছিল।