মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও হোগলপাতি গ্রামে শনিবার বিকেলে ৫৩১ পরিবার পেলো বিদ্যুতের নতুন সংযোগ। জাতীয় সংসদের সরকারি হিসাব সর্ম্পাকিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী এ বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করেন। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফরাজীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার, পিরোজপুর পল্লী বিদ্যু সমিতির মঠবাড়িয়া জোনালের ডিজিএম জুলফিকার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান প্রমুখ।
এসময় এমপি ডা. রুস্তম আলী ফরাজী বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী মঠবাড়িয়া উপজেলাকে শতভাগ বিদ্যুৎ উপজেলা ঘোষণা করবেন। তারই ধারাবাহিকতায় এ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হল।
উল্লেখ্য, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া ও হোগলপাতি গ্রামে পল্লী বিদ্যুৎ ১কোটি ৯২ লাখ টাকা ব্যায়ে প্রায় ১২ কিলোমিটার লাইন বসিয়ে ৫শ’৩১ পরিবারকে মিটার ও সংযোগ দিয়েছে।