1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ায় ধর্ষণ-হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন

মঠবাড়িয়ায় ধর্ষণ-হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৬০৮ জন সংবাদটি দেখেছেন

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ ও অপরাধির কঠোর বিচার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। স্থানীয় মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে বৃহস্পতিবার সকালে স্কুল সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেন।
মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য আলমগীর হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক রোকনুজ্জামান শরীফ, শাকিল আহম্মেদ, হাসিবুল ইসলাম, নাজমুস শাদাত, কিরণ প্রভা রায়, পারভেজ তালুকদার, অভিভাবক জাকির হোসেন, শিক্ষার্থী অনন্যা কুন্ডু, নাসিরুল্লাহ মহারাজ, মিম তালুকদার প্রমূখ।

বক্তারা নারী ও শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে সম্মিলিত সকলকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীরা যেন রাজনৈতিক দল, প্রভাবশালী মহল ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় না পায়। যৌন সন্ত্রাসীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x