মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ^জিৎ বেপারী (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পিরোজপুর ডিবি পুলিশ। শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার বড়মাছুয়া হাইস্কুল খেলার মাঠ মাঠ থেকে মাদক ব্যবসায়ী বিশ^জিৎকে ১শ’ পিস ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃত বিশ^জিৎ উপজেলার উত্তর মিঠাখালী (বহেরাতলা) গ্রামের মৃত: কৃঞ্চ কান্ত বেপারির ছেলে। সে পার্শ্ববর্তী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি মেডিসিন সাপোর্টিং ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসাইন জসিম জানান, উপজেলার বড়মাছুয়া বাজার সংলগ্ন হাইস্কুল মাঠে মাদক ব্যবসায়ী বিশ^জিৎ মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সংগীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্ঠা করলে ধাওয়া করে বিশ^জিৎকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, মাদক ব্যাবসায়ী বিশ^জিৎ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হবে।