মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার ঘুষ গ্রহণ করে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর স্বাক্ষর জাল করার অপরাধে নূরুর ইসলাম নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলার মিরুখালী গ্রামের মৃত. ধলু মল্লিকের পুত্র নূর ইসলামকে আটকের পর পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিবৃাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ কার্যালয়ে এ রায় প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরুখালী বাজারের পেরিফেরিভুক্ত সরকারী খাস জমিতে মাছ বাজার সংলগ্ন সোয়া তিন শতাংশ জমিতে অহেদাবাদ গ্রামের মৃত. লাল মিয়ার পুত্র আ: খালেক জমাদ্দার পাঁকা ঘর নির্মানের জন্য জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেন। আবেদনটি সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তৈরী করা হয়। পূজার ছুটিতে অভিনব কায়দায় ওই ঘরের ছাদ ঢালাই দেয়া হয়। খবর পেয়ে কতৃপক্ষ ঘটনাস্থলে গেলে খালেকের পুত্র ইসমাইল জেলা প্রশাসকের স্বার সম্বলিত আবেদন পত্র দেখান। এতে তাদের সন্দেহ হলে জেলা প্রশাসককে অবহিত করে জানতে পারেন স্বাক্ষরটি জাল। এরপর তার স্থাপনা আংশিক ভেঙে দিয়ে লাল পতাকা ঝুলিয়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বলেন, জেলা প্রশাসক স্বাক্ষর জাল করার অপরাধে নূরুর ইসলামকে ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।