মঠবাড়িয়া প্রতিনিধি : ‘মাছ চাষে গড়ব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুড়ে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যন মো. রিয়াজ উদ্দিন মাছের পোনা অবমুক্ত করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যন মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান অরিফুর রহমান সিফাত, নারী ভাইস চেয়ারম্যান নাছরিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, মৎস্যজীবী শামীম মিয়াজী প্রমুখ।