মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার সকালে জোছনা রানী শিকদার (৩৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধা করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন সন্তানের জননী নিহত জোছনার লাশ উদ্ধার করা হয়। নিতহ গৃহবধূ উপজেলার সাপলেজা গ্রামের জীতেন্দ্র নাথ হালদারের মেয়ে এবং চরকগাছিয়া গ্রামের রিপন শিকদারের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানাগেছে, দাম্পত্য কলহের জের ধরে গৃহবধু জোছনা রোববার রাতে চালের পোকা নিধন বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা টের পেয়ে রাতেই গৃহবধূ জোছনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, নিহত গৃহবধূও লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।