সৈয়দ মাহফুজ রহমান : পিরোজপুরের মঠবাড়িয়ার সুমি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে ছোট শৌলা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সুমি ছোট শৌলা গ্রামের দিনমজুর মো. শহিদুল ইসলাম খাঁর স্ত্রী। লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরন করা হয়েছে।
সুমির স্বামী শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সারা দিন বড় শৌলা গ্রামের শরীফ বাড়ি কাজ করে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরে স্ত্রী সুমিকে ঘুম থেকে জাগিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে ঘরের মধ্যে যাওয়ার সময় সুমি হঠাৎ অজ্ঞান হয়ে ঘরের মেঝে লুটিয়ে পরে, এসময় বমি করে। রাতেই সুমিকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৃহবধু সুুমি আক্তারের মা ফরিদা বেগমের (৫০) অভিযোগ তার মেয়েকে নির্যাতন করে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।
মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান সাংবাদিকদের জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধূর মায়ের অভিযোগ নির্যাতন করে হত্যা। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যা প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।