মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মজুমদার বাড়ির সিদ্ধার্থ মজুমদার (৩৫) নামে এক গৃহকর্তাকের রাতে খাবের চেতনাশক মিশিয়ে অচেতন করে দৃর্বত্তর ঘরের মালামাল লুটে নিয়েছে। দুর্বৃত্তরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ আনুমানিক দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। গুরুতর অসুস্থ্য গৃহকর্তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের গৃহকর্তা সিদ্ধার্থ মজুমদার মঙ্গলবার রাতে নিজ বাড়ির ইস্কন মন্দিরে পূজা অনুষ্ঠান দেখে ঘরে ফিরে রাতের আহার শেষে ঘুমিয়ে পড়েন। এর আগে চোরের দল খাবারে চেতনানাশ ঔষধ প্রয়োগ করে। পরে গৃহকর্তা ঘুম ঘোরে অচেতন হয়ে গেলে চোরের দল ঘরের আলমারি ভেঙ্গে দুই ভরি স্বর্ণলংকার, নগদ ২৫ হাজার টাকা, মোবাইল ফোন সেটসহ আনুমানিক দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। প্রতিবেশেীর বুধবার সকালে গুরুতর অচেতন অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক জাহিদ হাসান বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।